কাপড়ের দুই ব্র্যান্ড শপকে ভোক্তার জরিমানা
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৯:৩৯:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর অভিজাত কাপড়ের ব্র্যান্ড শপ ইনফিনিটি মেগা মল এবং ফেবুলাস মেগা মলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে সিলেট জেলা ও বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে নগরীর বেশ কিছু ব্র্যান্ড শপে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন পোশাকে ম্যানুফ্যাকচারিং তারিখ না থাকায় ইনফিনিটি মেগা মলকে ৩০ হাজার টাকা এবং বিদেশি পোশাক বিক্রির ক্ষেত্রে আমদানি রশিদ না থাকায় ফেবুলাস মেগা মলকে ৩০ হাজার টাকা জরিমান করা হয়।
অভিযানে নেতৃত্ব দানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহা জানান, দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া তাদের সচেতন করা হয়েছে। রমজানকে কেন্দ্র করে যাতে অসাধু ব্যবসায়ীরা কোন সুযোগ নিতে না পারে সেজন্য আমরা তৎপর রয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।