সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশী আহত
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৯:৪০:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটে উপজেলা সীমান্তে ভারতীয় খাসিয়ার ছোড়া গুলীতে দুই বাংলাদেশী আহত হয়েছেন। সীমান্তে চোরাই পথে চিনির চালান আনতে গিয়ে তারা গুলিবিদ্ধ হয়েছেন এবং আহতরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে। বুধবার ( ১৯মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার বিছনাকান্দি মরকিটিলা সীমান্তে ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন-উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পাড় গ্রামের জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া ও তার চাচা আক্তার হোসেন।স্থানীয়রা জানান, এদিন বিকেলে বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে চিনির আনতে যান একদল চোরাকারবারি। এসময় ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ইয়ামিন ও তার চাচা আক্তার গুলিবিদ্ধ হন। এসময় সঙ্গীরা তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার দেশের অভ্যন্তরে নিয়ে আসেন। পরে আত্মীয় স্বজনের সহযোগিতায় তারা গোপনে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
বিজিবি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ি সূত্র জানিয়েছে, সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরকিটিলা নামক এলাকায় বাংলাদেশী একদল চোরাকারবারিরা চিনি আনতে যায়। তারা ভারতীয় খাসিয়াদের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে খাসিয়ারা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে দুই জন গুলিবিদ্ধ হন।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারতীয় খাসিয়ার সঙ্গে চোরাচালানি নিয়ে লেনদেন সংক্রান্ত বিষয়ে তর্কবতর্কিতে জড়ালে খাসিয়াদের ছোঁড়া গুলিতে দুজন আহত হওয়ার খবর জানতে পেরেছেন। এ বিষয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফর) নিকট প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে।