ফেন্সিডিলসহ রেলওয়ে পুলিশের হাতে নারী আটক
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৯:৪৯:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আখাউড়া থেকে ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে সিলেট রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আখাউড়া রেলওয়ে থানা এলাকায় তাকে আটক করা হয়। তার নাম ময়না বেগম (৫০ )। এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে গোয়েন্দা পুলিশের ইনচার্জ এসআই মোহাম্মদ আবু কাউছার।
তিনি জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সিলেটে আসার পথে আখাউড়া স্টেশনে কালনী এক্সপ্রেস ট্রেন থেকে ময়না বেগম (৫০) কে আটক করা হয়। এসময় তার কাধের থাকা ভ্যানিটি ব্যাগের ভিতর থেকে ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। আটকের পর তাকে আখাউড়া রেলওয়ে থানায় হস্থান্তর করা হয়।