নগরে পলিটেকনিক শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৯:৩৬:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ কুরা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহার, ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তরসহ ৬ দফা দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে নগরীর বন্দরবাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা ৪ বছর ডিপ্লোমা করার পর চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এসে তারা দশম গ্রেডে চাকরি পাবে, এটা যৌক্তিক না। আমাদের ৬ দফা দাবি আদায়ে আমরা মাঠে নেমেছি। তারা আরও জানান, দাবি আদায়ের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ সময়ে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাবো আমরা।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি আমরা গ্রহণ করেছি। এটি যেতেতু জেলা থেকে সমাধান দেওয়া সম্ভব নয়। আমরা তাদের স্মারকলিপি আজই সংশ্লিষ্ট অধিদপ্তরের পাঠাবো।