বৃষ্টিস্নাত সিলেট, ৪ দিন অব্যাহত থাকার আভাস
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৯:৫৫:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি। নগরীসহ বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়। এদিকে সিলেটে বৃষ্টিপাত বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। যা আগামী ৪ দিন পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। সিলেট আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সিলেটে ৭ দমমিক ৫ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবারও সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য হৃাস ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের পূর্বাভাসে জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে একটি বৃষ্টিবলয়, যা সিলেটসহ বিভিন্নস্থানে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সৃষ্টি করতে পারে। এই বৃষ্টিবলয় বৃহস্পতিবার থেকে শুরু হলেও ২৪ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে।
সংস্থাটি জানায়, এটি একটি বিচ্ছিন্ন বৃষ্টিবলয় হবে, যার ফলে পরিষ্কার আকাশে হঠাৎ মেঘ জমে, দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর ৫ থেকে ১০ মিনিট বজ্রপাত সহ বৃষ্টি হবে এবং পরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে।
এসময় দেশের ৪০-৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে, তবে কিছু স্থানেই আকস্মিকভাবে ভারী বৃষ্টি হতে পারে। গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, তবে কিছু অঞ্চলে ৫০ মিলিমিটার বা এর বেশি বৃষ্টিও হতে পারে।
বিডব্লিউওটি আরও জানায়, বৃষ্টিবলয়ে সিলেট বিভাগের কিছু অংশে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। সিলেট ও খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে চট্টগ্রাম ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টিবলয়টি পশ্চিমবঙ্গ তথা কলকাতা অঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে।