রাস্তায় উল্টে গেলো ‘নগর এক্সপ্রেস’র বাস : আহত ১০
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ১০:০২:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর এয়ারপোর্ট রোড এলাকায় রাস্তায় ‘নগর এক্সপ্রেস’র একটি বাস উল্টে ৮-১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টায় মালিনীছড়া চা-বাগানের রাগীব আলী যাত্রী ছাউনীর কাছে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ বাসটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে ধোপাগুল থেকে ছেড়ে আসা সিলেট শহরগামী ‘নগর এক্সপ্রেস’র বাস (সিলেট মেট্রো-জ ১১-০০১০) বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মালিনীছড়া চা-বাগানের রাগীব আলী যাত্রী ছাউনীর কাছে এয়ারপোর্ট রোডেই উল্টে যায়। এ ঘটনায় যাত্রীরা চালককে দোষারূপ করছেন।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান- ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি থানায় নিয়ে এসেছে। চালকের এখনো খোঁজ নেই। ‘নগর এক্সপ্রেস’ কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।