নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বৃদ্ধি পাবে: ড. এনামুল হক
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৬:০৪:১২ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোঃ এনামুল হক চৌধুরী বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৫ বছর গণতন্ত্রকে হত্যা করেছে। তারা কখনো বিনাভোটে, কখনো মধ্যরাতে আবার শেষ পর্যন্ত ডামি ভোটে সরকার গঠনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি সকল রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার। বিএনপি রাষ্ট্র সংস্কারের ৩১ দফার একটি রূপরেখা প্রণয়ন করেছে। এর মাধ্যমে রাষ্ট্রের সকল স্তরে প্রকৃত সংস্কার সম্ভব। কিন্তু সংস্কারের নামে জাতীয় নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হলে পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বৃদ্ধি পাবে।
তিনি বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ-সংগঠন আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাহফিলে ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য এম ছায়াদ আহমদের সভাপতিত্বে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান বাচ্চুর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, যুগ্ম সম্পাদক আবুল কালাম খোকন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু ও সাধারণ সম্পাদক মুহিব হোসেন, সাবেক সভাপতি আনোয়ার মিয়া, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ফজলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজান আহমদ, সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কয়েস আহমদ, জেলা কৃষক দলের সদস্য রেকন আহমদ, ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম শায়েখ, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, ঢাকা দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি ফখরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আপ্তাব হোসেন, ৯নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এনাম আহমদ, ৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা জাবের আহমদ, কামরুল ইসলাম ও আমিন আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি