গোলাপগঞ্জে বিএনপি অঙ্গ সংগঠনের ইফতার
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৬:০৫:০৬ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। কিন্তু এখনো ফ্যাসিস্টের দোসররা নানাভাবে ষড়যন্ত্র করছে। তারা অন্তর্বর্তীকালিন সরকারের সংস্কার প্রক্রিয়া দীর্ঘ হওয়ার সুযোগ নিয়ে ফের সক্রিয় হতে চায়। তাই ছাত্র-জনতার রক্তাক্ত বিজয়কে অর্থবহ করতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী শক্তি ফের মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাবে।
তিনি বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বাঘা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে ও বাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুলের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুলেমান আহমেদ। মাহফিলে বাঘা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দোল্লাল, পৌর যুবদলের আহ্বায়ক এনাম, সিলেট মহানগর কৃষক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হুসেন, যুগ্ম আহবায়ক আলমাস উদ্দিন, যুগ্ম আহবায়ক মুন্না ইসলাম, বাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিউর রহমান, সদস্য মুছলেখ উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা ফরজান আহমদ রাজু, ইউনিয়ন জাসাস সভাপতি জাকারিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হানিফ, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু ও সহ সাধারণ সম্পাদক নাহিম আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি