মিশিগানে রেনেসাঁর দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৬:৪৭:৫৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের মিশিগানে রেনেসাঁ কালচারাল গ্রুপের উদ্যোগে গাজাবাসীর জন্য দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মিশিগানের ওয়ারেনসিটির একটি রেষ্টুরেন্টে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি শিল্পীদের মিলনমেলায় পরিণত হয়।
রেনেসাঁর পরিচালক শিল্পী শফিকুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সহকারী পরিচালক সুলায়মান আল মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনা’র নর্থ জোনের মিডিয়া ও কালচারাল ডিরেক্টর সাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রেনেসাঁর পৃষ্ঠপোষক আনোয়ার হোসাইন, সহকারী পরিচালক শিল্পী ইয়াছিন রাহিন, কোষাধ্যক্ষ মাওলানা কয়েছ আহমেদ, আবৃত্তিকার শামীম আহাম্মদ, সমাজসেবী ফরিদ আহমদ শিপলু, শিল্পী রায়হানুল ইসলাম, অভিনয়শিল্পী ছিদ্দিকুর রহমান, শিল্পী রায়হান হক, শিল্পী আল আমিন খাঁন, শিল্পী আবু বকর, শিল্পী মাহের শামীম, শিল্পী সৈয়দ মুহাম্মদ হুসাইন, শাহ জুয়েল, কাউসার আহমদ, মাহবুবুল হাসান মাহফুজ, রেদওয়ান আহমেদ, সাইমুম ও জিল্লুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন শিল্পী মুজাম্মিল হোসাইন। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আরিফ রিদওয়ান ফরহাদ। সকলের কল্যাণ ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন রেনেসাঁর সাবেক সহকারী পরিচালক হাফেজ মিনহাজ আহমেদ।
মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস রহমত, বরকত, সৌভাগ্য, সংযম, আত্মশুদ্ধি, ধৈর্য এবং মানুষের সঙ্গে সহানুভূতি করার মাস। এ মাসের মর্যাদা অত্যন্ত বেশী, কারণ মহাগ্রন্থ আল কুরআন এমাসে নাযিল হয়েছে। বক্তারা গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসন পুনরায় শুরুর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি