মৌলভীবাজারে হত্যা মামলার আসামী আটক
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৭:১০:০৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের নড়িয়া গ্রাম থেকে মিশ্রাফ খান হত্যা মামলার আসামী সৈয়দ আজাদ আলীকে গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর এসআই মো: সোহেল রানা তাকে গ্রেফতার করেন।
র্যাব-৯ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামে মিশ্রাফ খানের সাথে প্রতিবেশী সৈয়দ জুয়েল আলীদের পূর্ব বিরোধ ছিল। গত ৬ ডিসেম্বর মিশ্রাফ খান বাড়ির পার্শ্ববর্তী ডোবায় মাছ ধরতে গেলে গ্রেফতারকৃত সৈয়দ আজাদ আলী ও সৈয়দ জুয়েল আলীর লোকদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সৈয়দ আজাদ আলীর লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে মিশ্রাফ খান মারা যান। এ ঘটনায় নিহত মিশ্রাফ খানের চাচাতো ভাই নুরুল আমিন খান বাদী হয়ে রাজনগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে এবং ৫০/৬০জনকে অজ্ঞাত আসামী করা হয়। গ্রেফতারকৃত সৈয়দ আজাদ আলী এ মামলার ৪ নং আসামী।
র্যাব-৯ এর এসআই মো: সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতেই আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে পাঠানো হয়েছে।