ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে শিবিরের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৭:১১:১৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা। শুক্রবার বাদ জুমআ’ শহরের চৌমুহনাস্থ দেওয়ান আব্দুল বাছিত জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় সমাবেশে মিলিত হয়। শহর সেক্রেটারী কাজী দাইয়ান আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শহর সভাপতি তারেক আজিজ ও সাবেক শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী। সমাবেশে বক্তারা শান্তি চুক্তির পরও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানান ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এই সংকটে এগিয়ে আসার আহ্বান জানান।