ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৭:১৮:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: ফিলিস্তিনে বর্বর ইসরাইলী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে সচেতন তাওহীদী জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে সকল ইসলামী দলগুলোর পাশাপাশি শহরের নানা শ্রেণি পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অনতিবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর বর্বর গণহত্যার বন্ধ করতে হবে। ভারতে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতনের বিরুদ্ধে সকল মুসলিমকে ঐক্যবদ্ধ ও ইসরায়েলের ব্যবহৃত সকল পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়।
মাওলানা মুফতি আব্দুল হক আহমদীর সভাপতিত্বে ও হাফিজ মাওলানা ত্বাহা হোসাইনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাদানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ আব্দুল বছির, শহরের পূর্ব বাজার মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ, তেঘরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা বদরুল আলম, আরফিনগর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, তেঘরিয়া মসজিদের ইমাম আলীনুর আহমেদ হাদি, মাওলানা রমজান হোসাইন, হাফিজ জয়নুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মুস্তফা কামাল শিহাবী, আলহেরা মাদরাসার শিক্ষক মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক ছমির উদ্দিন সালেহ, মোহাম্মদ আলী খান, ব্যবসায়ী মাহবুব খান, ব্যবসায়ী মাওলানা সাব্বির আহমদ ও মাওলানা শহিদুল ইসলাম পলাশী প্রমুখ।