লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসার ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৭:২০:০৩ অপরাহ্ন
লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেটের ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর পাঠানটুলাস্থ জায়ান কমপ্লেক্সে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স এর চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী।
লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেটের উপদেষ্টা ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল এর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ আকতার আল-হুসাইন, মাওলানা আতাউর রহমান, বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জামিল আহমদ, মাদরাসার দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী হাফিজ কারী এমদাদুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ মোহাম্মদ তালিমুল ইসলাম, সদস্য কারী এম সামছুদ্দিন, মোহাম্মদ ফরহাদ খান, মোহাম্মদ জসিম উদ্দিন, মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা আতিকুর রহমান, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আখতার হোসেন, মাওলানা হাফিজ রাশেদুজ্জামান রকীব, মাহবুব হাসান বুলবুল, মাওলানা শরিফ উদ্দিন, মাহবুবুল হাসান জুয়েল, মাওলানা কারী আখতার হোসাইন, মাওলানা কারী হারুনুর রশীস, মাওলানা কারী মাহবুব আহমদ, কারী রাসেদুজ্জামান রাকিব, কারী ময়নুল ইসলাম মুন্না, মোহাম্মদ নূর উদ্দিন, হাফিজ কারী আমিরুল ইসলাম, কারী মুনাইম আহমদ নাদিম প্রমখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি