বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের নিয়ে শাবি শিবিরের ইফতার
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৭:৪২:১৩ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নয়াবাজার এলাকায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৭ই রমজান বদর দিবস উপলক্ষে এ আয়োজন করে সংগঠনটি।এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ‘কর্মচারীদের সাথে সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করার জন্য প্রতিবছরের ন্যায় এবারও আমরা ইফতার মাহফিলের আয়োজন করি। বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে সাজানোর জন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই।’