সিলেট বেতারে রমজানের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৭:৫০:০৯ অপরাহ্ন
ত্বাকওয়া অর্জনে মাহে রমজান শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, মানুষের মধ্যে খোদাভীতি জাগ্রত করার নামই ত্বাকওয়া। শরীয়তের প্রতিটি রোকন মেনে চলার মধ্যদিয়ে ত্বাকওয়া জাগ্রত হয়। আল্লাহর হুকুম ও নবীর তরিকা মোতাবেক চলার অনুশীলন গ্রহণ করতে হয় পবিত্র রমজান মাসে। আলোচকরা মাহে রমজানের তাৎপর্য মোতাবেক জীবন পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।
সিলেট বেতারের আঞ্চলিক বার্তা সংস্থার আয়োজনে বৃহস্পতিবার নতুন অডিটোরিয়ামে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সিলেট বেতারের উপ-আঞ্চলিক পরিচালক নুরে এলাহী মিনা। কেন্দ্রের উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকারে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুল হক, মমিনুর রহমান ও পবিত্র কুমার দাশ এবং আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন।
উপস্থিত ছিলেন উপ-আঞ্চলিক প্রকৌশলী রাকিবুল হাসান, সহকারী বেতার প্রকৌশলী মেজবাহ চৌধুরী ও মাহিন হাসান এবং সহকারী পরিচালক ইফতেখার আলম রাজন ও ফাতেমা তুজ জোহরা, সংবাদ পাঠক সংসদের সভাপতি প্রফেসর শামীমা চৌধুরী ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সংবাদ অনুবাদক ফোরামের সভাপতি আব্দুস সবুর মাখন এবং সিলেট জেলা সংবাদদাতা এম এ রহিম। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন বেতার মসজিদের ইমাম। বিজ্ঞপ্তি