১২ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৭:৫১:২৬ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, অতীতে যারাই ক্ষমতায় গিয়েছে তারা কেবল নিজেদের আখের গুছিয়েছে। অতীতের ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতির চিত্র দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। দেশের মানুষ আর কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও অসৎ লোকদের ক্ষমতায় দেখতে চায় না। তারা বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিবাজমুক্ত এবং সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ দেখতে চায়। তিনি বলেন, সারাদেশের মানুষ এখন জামায়াতে ইসলামী সম্পর্কে ইতিবাচক ধারণ পোষণ করে। জামায়াত সবসময় ন্যায়ের জন্য যারা লড়াই করেছে। আমরা দেশের মানুষের সমর্থন নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন ১২ নং ওয়ার্ড শাখার উদ্যোগে বৃহস্পতিবার শেখঘাট এলাকায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল আলমের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল কাদিরের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফয়জুল হক। অধ্যাপক ডক্টর ফজলুল হক পবিত্র মাহে রমজানকে সঠিকভাবে কাজে লাগানোর উপর গুরুত্বারুপ করে বলেন, রমজান মাসকে পেয়েও যদি আমরা গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তি পেতে না পারি তাহলে দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়ে পড়বো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও কোতোয়ালি থানা সেক্রেটারি পারভেজ আহমদ, ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ফখর উদ্দিন আহমদ, ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়জুল ইসলামসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোতোয়ালি পশ্চিম থানার সভাপতি মাহাদি হাসান, সেক্রেটারি মুহাইমিন নাইম, ওয়ার্ড শিবির সভাপতি বেলাল আহমদ, শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের মুতাওয়াল্লি ও শেখঘাট পঞ্চায়েত কমিটির সভাপতি শফিক মাহমুদ, পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ ও এলাকার প্রবীণ মুরব্বিগণ।
আলোচনা সভা শেষে ইফতারের পূর্বে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের উন্নতি ও সকলের কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের ইমাম সাদিকুর রহমান। বিজ্ঞপ্তি