কুলাউড়ায় সাজিদ আলী ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৭:৫৫:৩৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ডফিনালের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌরসভার হলরুমে এ পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ভূকশিমইল দারুলউলুম আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. হাফিজুল ইসলামের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সদস্য সচিব এম এস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিপিএইচ ইস্পাতের জেনারেল ম্যানেজার ও ভূকশিমইল মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. এনামুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাকির হোসেন, ওসমানীনগর ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাও. সাদিক সিকানদার, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মীর মো. মুহিবুর রহমান, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাসুক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ রুহুল আমিন রইয়ুব প্রমুখ।
২০১৩ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত আর্তমানবতার সেবার বিভিন্ন কার্যক্রম তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনামূলক স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির সিদ্দিকী জামাল। পরে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে অতিথিবৃন্দ আর্থিক অনুদান প্রদান করেন। শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।