জালালপুরে বিএনপির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৭:৫৬:৫২ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, তারেক রহমান এদেশের মেহনতী শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সমাজের সকল শ্রেণীর মানুষ যাতে সুন্দরভাবে জীবনধারণ করতে পারেন সে লক্ষ্যে দেশ গড়ার উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বৃহস্পতিবার দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলমদীন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক মেম্বার মুক্তার আহমদের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা আব্দুস সামাদ ও ফয়েজ আহমদের পরিচালনায় এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা বিএনপি নেতা আজাদ মিয়া। বিজ্ঞপ্তি