আ’লীগ নেতা আওলাদ চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৮:০৮:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পুলিশের চোখে ফাঁকি নগরীর একটি হোটেল থেকে পালিয়ে গিয়ে শেষ পর্যন্ত রক্ষা হয়নি আওয়ামী লীগ নেতার। আত্মগোপনে থেকে গ্রেফতার হয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার কৃষক লীগের আহ্বায়ক ও ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন। বুধবার রাতে নিজ বাড়িসংলগ্ন হায়দরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটকের পর বৃহস্পতিবার তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, ২০১১ সালের নির্বাচনে ভাতগাঁও ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন আওলাদ হোসেন। এক সময় বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষক ছিলেন। তার এলাকায় তিনি মাস্টার হিসেবে পরিচিত। ছাতক থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, বৃহস্পতিবার সকালে আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।