রমজানেও সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৫, ৪:২২:৩৬ অপরাহ্ন
দেশে প্রতিদিন কারো না কারো রক্তের প্রয়োজন হয়। জরুরি প্রয়োজনে রক্ত ব্যবস্থা করা রোগীর স্বজনদের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। পবিত্র রমজান মাসে রক্ত দিতে ইচ্ছুক দাতাদের রক্তদানেও থাকে অনীহা। ফলে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রতিনিয়ত কিডনি ডায়ালাইসিস, থ্যালাসেমিয়া, ক্যান্সার, স্টোক কিংবা দূর্ঘটনা কবলিত রোগীদের রক্তের প্রয়োজন পড়ছে।
তাই সিয়াম সাধনার মাসে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় রক্তের সংকট নিরসনে প্রতিবছরের মত এবারও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন আয়োজন করেছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।৷ শুক্রবার নগরীর চৌহাট্টায় মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের সহযোগীতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে স্বেচ্ছায় এক ব্যাগ লাল ভালবাসা দান করেন ২৬ জন মানুষ।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মো: আমিনুল ইসলাম, ইউনিট লেভেল কর্মকর্তা মিজানুর রহমান জীবন, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ তাওহীদ চৌধুরী, প্রোগ্রাম অর্গানাইজার কমল পদ পাল, সিলেট সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের ফাউন্ডার এডমিন মুহিবুর রহমান সোয়েব, রবিউল ইসলাম রবি, সদস্য এমদাদুর রহমান, আনোয়ার হোসেন, তায়েফ বিন শাহনুর, এম এ কাওসার ও জাকারিয়া হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি