বিয়ানীবাজারে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ৫টি পরিবার পেলো ঈদ উপহার
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৫, ৫:৪৪:৫৬ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বিয়ানীবাজারের ৫টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবারগুলোর মধ্যে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মুস্তাফা মুন্না, বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ। এছাড়াও শহীদ পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন।এ সময় শহীদ প্রত্যেক পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা, ৩ হাজার টাকা মূল্যমানের পণ্য এবং ২৫ কেজি করে চাল উপহার প্রদান করা হয়।