আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৫, ৯:২২:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জুলাই গণঅভ্যুত্থানের আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠন। শনিবার বেলা ৩টায় মিছিলটি সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
জুলাই গণঅভ্যুত্থানের আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠনের আহবায়ক ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ জুয়েল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জুলাই গণঅভ্যুত্থানের আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠনের সদস্য নাঈম আহমেদ অন্তর, আমির হামজা, মিজান মিয়া, খালেদ হোসেন, আরিফুল ইসলাম জোহান, মুবারক হোসেন, আসরাফুল ইসলাম প্রমুখ।সংগঠনটির আহবায়ক ফয়সাল আহমেদ বলেন, আওয়ামীলীগ গত ১৬ বছরে গণতন্ত্রকে হত্যা করেছে। ভোট ডাকাতি করেছে। জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে। এছাড়া ৩০ হাজার ছাত্র-জনতাকে আহত করেছে। এ দেশে আওয়ামীলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। অবিলম্বে এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।