মৌলভীবাজারে শ্রমিক কল্যাণের ইফতার
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৫, ৯:৩৭:০২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাহে রমজানের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শহরের খান্দানি রেস্টুরেন্টে পৌরসভা ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা মুফাচ্ছিরিন পরিষদ’র সভাপতি মাওলানা আব্দুল হক।
অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আলাউদ্দিন শাহ, সাবেক সদর সভাপতি ইসমাইল আলী, সদর উপজেলা সভাপতি খাইরুল ইসলাম, পৌর সেক্রেটারী রুমান আহমদ, সদর উপজেলা সেক্রেটারী আব্দুল মুকিত ও আব্দুল কাইয়ুম প্রমুখ।