জালালাবাদ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ইফতার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৫, ৯:৩৯:৫২ অপরাহ্ন
জালালাবাদ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (রজি নং:চট্র-৩৭২৭) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমি মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।
জালালাবাদ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ওমর আলী ভান্ডারী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমিজুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রিক্সা মালিক সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ সিরাজ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রিক্সা মালিক সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সুমন আহমদ, ক্রীড়া সম্পাদক আবেদ আলী ও ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাশিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আলী আকবর, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, লাইন সম্পাদক মোর্শেদ আলম, প্রচার সম্পাদক জুলহাস মিয়া, সহ-প্রচার সম্পাদক সোহেল আহমদ, সদস্য মিরাজুল ইসলাম, সামিরুল আহমদ, ফরিদুজ্জামান চৌধুরী, রিয়াজ আহমদ, গোলাম হায়দার প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে না। শ্রমিকরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত এবং কোন ধরনের হয়রানীর শিকার না হন সেদিকে সরকারসহ সবাইকে বিশেষভাবে লক্ষ রাখতে হবে। বক্তারা আরো বলেন, সিলেট রিক্সা মালিক সমাজ কল্যাণ সমিতি ও জালালাবাদ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে কাজ করছে এবং আগামীতেও শ্রমিকদের সবধরনের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। -বিজ্ঞপ্তি