জকিগঞ্জে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৫, ১০:০৫:০২ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় সিলেটের জকিগঞ্জে রিয়াজ উদ্দিন (৪৮) নামের এক ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন জকিগঞ্জ সদর ইউপির ৩ নং ওয়ার্ড সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শুক্রবার রাতে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল তাঁকে ভরন এলাকা থেকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। শনিবার তাঁকে আদালতে প্রেরণ করা হলে আদালত থাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।