বিএনপি জনগণের আকাঙ্খা পূরণের জন্য নির্বাচন চায়: কয়েস লোদী
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৫, ১০:০৬:১৫ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে। বিএনপি শুধু বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় জনগণের আকাঙ্খা পূরণের জন্য। দেশ এবং জাতির জন্যই নির্বাচন দরকার। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে থাকবে ইনশাল্লাহ।
তিনি শনিবার (২২ মার্চ) মাহে রমজান উপলক্ষে নগরীর লোহাপাড়াস্থ কার্যালয়ে মীর হ্যাল্পিং হ্যান্ড ইউকের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু।
জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে ও আবুল কাহের সাদির পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন এহিয়া খান মুমিন, মুস্তাকিম চৌধুরী অনি, নুরুল ইসলাম সাজওয়ান, বুরহান উদ্দিন, তারেক রাজ, রেজওয়ান বেগ, মো আয়াজ, কামাল আহমদ, মীর আবুল হাসান ফরহান, রুহুল খান মুন্না, দেলওয়ার, জসিম আহমদ, জুম্মান খান রাজু প্রমুখ।