সিলেট মহানগর কৃষক দলের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৫, ১০:১৯:৩৩ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের অধিকার পুনরুদ্ধার করতে হলে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। বিএনপি এই লক্ষ্য বাস্তবায়নে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা শান্তিপূর্ণ উপায়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি এবং ভবিষ্যতেও করব। যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে, ততদিন বিএনপি রাজপথে থাকবে।
তিনি শনিবার (২২ মার্চ) নগরীর ১৭নং ওয়ার্ডের লোহাপাড়া এলাকায় জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকির।
উপস্থিত ছিলেন, মহানগর কৃষকদলের সহ-সভাপতি একেএম শাহজাহান, আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন, জাহাঙ্গীর আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন, তফজ্জুল হোসেন, সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস, সুলমান আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, ছাদিকুর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ নোমান রশীদ, সাকিল আহমদ খাঁন, তাহের আলী সুমন, সৈয়দ মোস্তাক আহমদ, শফিক আহমদ চৌধুরী, উসমান গণি কাচন, হুমায়ুন রশীদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, প্রচার সম্পাদক আবু বক্কর, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, অর্থ সম্পাদক তফজ্জুল আলী, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, সমাজসেবা সম্পাদক শাহীন আহমদ, প্রকাশনা সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু, পল্লি উন্নয়ন সম্পাদক সেবুল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি