জনগণের কল্যাণে কাজ করাই রাজনীতির লক্ষ্য হওয়া উচিৎ : বিচারপতি মিফতা চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৫, ১০:১৭:৫৩ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে শ্রমজীবীদের সম্মানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২মার্চ) দিরাই পৌর শহরের আজমল কনভেনশন হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিরাই উপজেলা শাখার ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি। বক্তব্যে তিনি বলেন, আমি আজকে শিশির মনিরের আমন্ত্রণে এখানে এসেছি। রাজনৈতিক সম্প্রীতির চিত্র এতে ফুটে উঠেছে। ভিন্ন দলের কারো দাওয়াতে যাওয়া যাবে না। রাজনৈতিক প্রতিপক্ষ হলে মুখ দেখাদেখি বন্ধ। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রাজনীতির লক্ষ হওয়া উচিৎ জনগণের কল্যাণে কাজ করা। একে অপরের প্রতিহিংসা পরায়ণ হয়ে সামাজিক সম্পর্ক নষ্ট করা কখনোই রাজনীতি হতে পারে না। বিশেষ অতিথির বক্তব্যে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, শ্রমিকরা সর্বক্ষেত্রে অবহেলিত। অথচ আজকে যদি শ্রমিকরা তাদের কাজটুকু না করেন, তাহলে আমার আপনার মতো ভদ্রলোকেরা স্যুাট-টাই পড়ে আয়েশী জীবন কাটাতে পারবেন না। অধিকার আদায়ে শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার করেন শিশির মনির।
সাংবাদিক উবায়দুল হকের পরিচালনায় আলোচনা সভার আরও বক্তব্য রাখেন- ইবনে সিনা রিকাবী বাজার শাখার ইনচার্জ রেজাউল ইসলাম, পরিবহন শ্রমিক নেতা কনর মিয়া, দিরাই মাইক্রো শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিনুর মিয়া, পরিবহন শ্রমিক বাদল মিয়াসহ শ্রমিক নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির আব্দুল কুদ্দুস, নায়েবে আমির কামাল হোসেন, সাধারণ সম্পাদক আলআমিন, উলামা বিভাগের সভাপতি আকবর আলী,উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ চৌধুরী, সাংবাদিক ইমরান হোসাইন, শিক্ষক সিরাজুল আমিন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।