চৌকিদেখি থেকে যুবলীগ নেতা আটক
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৫, ১০:৩৮:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর চৌকিদেখি এলাকা থেকে আবুল কাশেম আসাদ নামে মহানগর আওয়ামী যুবলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপরে এয়ারপোর্ট থানার চৌকিদেখির রূপসা আবাসিক এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। তিনি সিলেট মহানগর ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য বলে জানা গেছে।এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সূত্র জানিয়েছে, সাবেক যুবলীগ নেতা আবুল কাশেম আসাদ এয়ারপোর্ট থানার চৌকিদেখি রূপসা এলাকার মৃত আব্দুল হামিদির ছেলে। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি সি আর মামলা রয়েছে। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।