র্যাবের পৃথক মদসহ অভিযানে আটক ৪
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৫, ১০:৩৬:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে পৃথক অভিযানে বিদেশী মদসহ ৪ জনকে আটক করেছে র্যাব-৯। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার পৌরসদরের ফয়েজ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ।
র্যাব সূত্র জানিয়েছে, ৫৯ বোতল বিদেশী মদসহ আটক ৪ জনকে বিয়ানীবাজার থানায় হস্থান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ১। উপজেলার নয়াগ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র জিয়া উদ্দিন (৬০), ২। একই গ্রামের জয় সুন্দর দে’র পুত্র দুলাল দে (৫৯), ৩। জলঢুব দক্ষিণ পাড়িবর গ্রামের মৃত নেকবর আলীর পুত্র মোবারক (৪২) ও ৪। মাতিউরা গ্রামের মকলিসের পুত্র আবু সাঈদ (১৯)।