নাগরিকত্ব ত্যাগীদের তাৎক্ষণিক এনআইডি বাতিলের সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৫, ১০:০৩:৪৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : যে সকল ব্যক্তি বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করবেন তাদেরকে ভোটার তালিকা থেকে তাৎক্ষণিক বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি জাতীয় পরিচয়পত্রও (এনআইডি) বাতিল করা হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকত্ব কেউ ত্যাগ করেছেন কিনা, সেটা কেউ না জানালে বোঝার কোনো উপায় নেই। এক্ষেত্রে এখন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রাণালয়ে যোগাযোগের মাধ্যমে তথ্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভাবে কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হবে। একইসঙ্গে বাতিল করা হবে এনআইডিও।
এরই মধ্যে ইসি সচিব আখতার আহমেদ এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশনস) ও নির্বাচন সহায়তা শাখার উপ-সচিবকে নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় ইসি সচিব উল্লেখ করেছেন, বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগকারী ব্যক্তিদের ভোটার তালিকা ও এনআইডি থেকে তাৎক্ষণিক বাদ দিতে হবে। এক্ষেত্রে তথ্যের কোনো ঘাটতি থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ নিতে হবে।
ইসি কর্মকর্তারা বলছেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় দেড় কোটির মতো প্রবাসী বসবাস করেন। এদের অনেকে সংশ্লিষ্ট রেসিডেন্সি নেওয়ার জন্য বা সিনিজেটশিপ নেওয়ার জন্য বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে থাকেন। তাদের নামও ভোটার তালিকা থেকে কর্তন হতে পারে, একই সঙ্গে বাতিল হতে পারে এনআইডি। এছাড়া এমন ব্যক্তিদের ভোটার না করে নেওয়ার সিদ্ধান্ত এর আগে নিয়েছে সংস্থাটি।
বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করার শর্তে অন্য কোনো দেশের নাগরিক হলে সেই ব্যক্তির ভোটাধিকারও থাকবে না। প্রবাসীদের ভোটার করার ক্ষেত্রে এইসব বিষয় খেয়াল করার জন্য মাঠ কর্মকর্তাদের সম্প্রতি বার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক সরওয়ার হোসেন এ সংক্রান্ত নির্দেশনা সকল মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।