গণশিক্ষা কার্যক্রমে আউট সোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫, ৬:০৬:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়ে) প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় ও মাস্টার ট্রেইনার আরশারাফ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আবু সুফিয়ান, মাও: নুরুজ আলী, মাও: সিরাজুল ইসলাম, মাও: মজিবর রহমান, মাও: শিশির আহমদ। মানববন্ধন শেষে জেলা ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।