রাজনগরে মসজিদ-মাদ্রাসায় পানির ফিল্টার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫, ৭:৫৯:৪১ অপরাহ্ন
রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিষ্ঠানগুলোর মুসল্লি ও শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগাল। রোববার উপজেলার ৮ ইউনিয়নের মোট ৪৮টি মসজিদ ও মাদ্রাসা পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ ও ইমামদের কাছে এগুলো হস্তান্তর করা হয়।
রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগাল এর সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ সুয়েব উদ্দিনের সভাপতিত্বে ও রাজনগর কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বক্সের সঞ্চালনায় ফিল্টার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন, পাঠানটুলা জামে মসজিদের সেক্রেটারী সামছুল হক খোকন, রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগালের প্রচার সম্পাদক রাহিম আহমদ চৌধূরী, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ প্রমুখ।