জেলখানায় নিহত বড়লেখার বিএনপি নেতার বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫, ৮:০২:০৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার জেলখানায় নিহত বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে তাঁর নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের বাড়িতে অর্থ সহায়তা, ঈদের উপহার ও ঈদকার্ড নিয়ে যান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌরমেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন প্রমুখ।
জেলা বিএনপির নেতৃবৃন্দ নিহত বিএনপি নেতার আলাউদ্দিনের ছেলে শামীম আহমদ ও অন্যান্য সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো সহায়তার অর্থ ও উপহার সামগ্রী তোলে দেন।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসে স্থানীয় আওয়ামী লীগ নেতার একটি মিথ্যা মামলায় বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিএনপি নেতা আলাউদ্দিনকে মৌলভীবাজার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর দুই দিন পর হার্টএটোকে জেল খানায় মারা যান বিএনপি নেতা আলাউদ্দিন।