তজমুল আলী স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫, ৮:০৩:৩৪ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পিতা ব্যবসায়ী ও সমাজসেবক তজমুল আলী চৌধুরী স্মরণে শনিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তার চৌকিদীঘিস্থ বাসভবনে ইফতার মাহফিলে সিলেট মেট্রোপলিটন কমিশনার রেজাউল করিমসহ অংশ নেন রাজনীতিবীদ ও প্রশাসনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার পেশাজীবি নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, মানবকল্যাণ ও সামাজিক সেবামূলক কাজে মরহুম তজমুল আলী চৌধুরী রেখে গিয়েছেন বিশেষ অবদান। বিশেষ করে বিয়ানীবাজারের মহিলা শিক্ষার উন্নয়নের জন্য মহিলা কলেজ, ইসলামিক শিক্ষা প্রসারে মাদ্রাসা মসজিদসহ অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত করেছেন। তিনি দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখে ছিলেন। তাদের দুঃখ কষ্ট লাঘবে সর্বদা কাজ করে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় পিতার মত ইমদাদ চৌধুরীও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে করোনাসহ বিভিন্ন দুর্যোগময় মুহুর্তে তিনি মানুষের পাশে ছিলেন সর্বদা।
অনুষ্ঠানে রাজনীতিবীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আমির হোসেন, মাহবুব কাদির শাহী, ডা. আশরাফ আলী, আব্দুল হাকিম, আফজাল উদ্দিন, রহিম মল্লিক, মুফতি নেহাল, জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক মূর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, আহমদ মঞ্জুরুল হাসান মঞ্জু, মতিউল বারী খূর্শেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজি, সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজি, মহানগর ছাত্রদলের সভাপতি সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, কোতোয়ালী, শাহপরান, বিমান বন্দর ও দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, যুবদল স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস জিসাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শাহজালাল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোজাম্মেল হক, প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. খালিদুর রহমান, প্রফেসর ড. শাহ মোঃ আতিকুল হক, প্রফেসর ড. আ ফ এম জাকারিয়া, এসএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা ও বশির আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ ডা. তোহুর আব্দুল্লা, বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান। বিজ্ঞপ্তি