ফেঞ্চুগঞ্জে বিএনপির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫, ৮:০৪:৩৪ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, শীঘ্রই জনগণের নেতা তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন। দেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের অপেক্ষায় প্রহর গুনছেন। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার গভীর চক্রান্ত করে তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে তারেক রহমান জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
তিনি শুক্রবার ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া এবং দেশের সমৃদ্ধি কামনা করে খতমে কুরআন দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা শেখরুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম আহমদ নেহার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বদরুজ্জামান খিজির, ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু ও ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকারিয়া আরেফিন ফয়সল, সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান, মাজহারুল ইসলাম রাসেল, তারেক আহমদ, বদরুল ইসলাম জাহাঙ্গীর, মাহবুবুর রহমান লিলু, গোলাম মৌলা, মোস্তফা কামাল, সুয়েব আহমদ, আব্দুর রাজ্জাক রাজু, বদরুল ইসলাম, জুয়েল আহমদ, সুজন আহমদ, শরিফ আহমদ, আবু তাহের, মনসুর আহমদ, মুখতাসির রহমান নাবিল, আহমেদ রফি ও শাহরিয়ার তাহমিদ নাবিল প্রমুখ। বিজ্ঞপ্তি