ধরাধরপুর জামে মসজিদ কমিটির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫, ৮:০৭:৪৭ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের ধরাধরপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ধরাধরপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির মুতাওয়াল্লী হুমায়ুন আহমদ এর সভাপতিত্বে ও যুবকর্মী আমিনুল ইসলামের পরিচালনায় মাহফিলে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন নিউহ্যাম বারা কাউন্সিলর, ফ্রেন্ডস অব বাংলাদেশের সেক্রেটারি সৈয়দ বাশার। বক্তব্য রাখেন মসজিদের সহকারি মোতাওয়াল্লী সিরাজুল ইসলাম চুনু, সেক্রেটারি কামরুল হোসেন, ক্যাশিয়ার আলতাজ হোসেন, যুবকর্মী সারওয়ার হোসেন বাদল।
ধরাধরপুর শাহী ঈদগাহ ময়দানে ইফতার মাহফিলে প্রায় ২ হাজার রোজাদার ইফতার করেন। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন ধরাধরপুর জামে মসজিদের ইমাম মাওলানা ইসহাক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য আবু বক্কর সাওন, তারেক মিয়া, সোয়েব আহমদ, মাখন মিয়া, আব্দুল মালিক, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সুনাহর আলী, আব্দুল মুনিম কালা মিয়া, মোস্তফা আজাদ রুনু, জমিরুল হোসেন টিটু, সুলেমান খান, আব্দুল মনাফ, ধরাধরপুর হোসাইনিয়া মাদ্রাসার সেক্রেটারি জয়নাল তালুকদার, শিক্ষক আব্দুল খালিক হারুন, নেওসাদ আহমদ, নূরুল ইসলাম, টুনু মিয়া, আফরোজ মিয়া, হুসেন মিনহাজ, নিজাম খান, ব্যবসায়ী সায়েম আহমদ,কায়ের আহমদ, রনি আহমদ, ইমরুল ইসলাম, তোফায়েল হোসেন কচি, সাইদুল ইসলাম, আব্বাছ আলী, ইয়াকুব আহমদ, রাসেল আহমদ, সামাদ মাসুম, হেলাল আহমেদ, মুরাদ, রানু, সাজুল, সালাম, এমাদ, মুরাদ, রিজান, সামি, রুকন, কামিছ, নাবিল, তানবির, তায়েফ, মাহিন, ফাইয়াজ, তালহা ও সামির প্রমুখ। বিজ্ঞপ্তি