সিলেট মডেল নার্সিং ইন্সটিটিউটের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫, ৮:১০:২২ অপরাহ্ন
সিলেট মডেল নার্সিং এন্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার নগরীর গোটাটিকরস্থ একটি পার্টি সেন্টারে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউটের ব্যাবস্থাপনা পরিচালক প্রভাষক মোঃ দিলশাদ মিয়ার সভাপতিত্বে, পরিচালক (অর্থ) মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ ছিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম, ইনস্টিটিউটের পরিচালক মোঃ আজিজুল ইসলাম, পরিচালক (ক্রয়) এহতেশামুল হক মোঃ জাকারিয়া, পরিচালক প্রভাষক হাবিবা সিদ্দিকা, পরিচালক প্রভাষক মুহিবুর রহমান শামীম, পরিচালক ফখরুল ইসলাম মছনু, পরিচালক রাশেদ আহমদ, পরিচালক রেজাউল আলম ও পরিচালক ফয়সাল আবেদীন সেনা প্রমূখ।
উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আল আমিন, ইন্সট্রাক্টর নিশাত সারা, সুজন বিশ্বাস, আফরিন সুলতানা, সায়েরা খাতুন, ঝর্ণা আক্তার, সুস্মিতা পুরকায়স্থ, তানিয়া আক্তার, হোস্টেল ইনচার্জ আমিনুর রশীদ, আব্দুর রহমান, রাসেল আহমদ প্রমূখ। নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন-ফখরুল আমীন ও দুলাল উদ্দিন। বিজ্ঞপ্তি