বালাগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা শিবির
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫, ৯:২৩:৫৯ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির ও মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলপূর্ব কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ আনোয়ার হোসেন খান।
বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. রহমত আলীর সঞ্চালনায় মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা যুব বিভাগের সভাপতি ও সিলেট জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য সাইফুল্লাহ আল হোসাইন, সিলেট মিডিয়া কপোরেশন ব্যবস্থাপনা পরিচালক এম আলী হোসেন, বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন আহমেদ ভুইয়া, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক উপজেলা, জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রিন্সিপাল মো. আমির আলী, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, বালাগঞ্জ ইউনিয়ন আমীর শফিকুল ইসলাম, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন সভাপতি ফখরুল ইসলাম, যুব বিভাগ বালাগঞ্জ উপজেলা সেক্রেটারি দেলোয়ার আল হোসাইন, মাস্টার আব্দুন নূর, সাংবাদিক সাহাব উদ্দিন শাহীন,ছাত্রনেতা আবিদ আলী, ছাত্রনেতা তাসিন আহমেদ নাঈম। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ মামুনুর রশিদ।