দোয়ারায় যৌথবাহিনীর অভিযানে ৪ ড্রেজারসহ গ্রেফতার ২৩
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫, ৯:৫৩:৪৬ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউপির নূরপুর, সোনাপুর এলাকায় সুরমা নদী থেকে সেনাবাহিনী ও দোয়ারাবাজার থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকারী ২৩ জনকে গ্রেফতার করা হয়। রোববার সকালে অভিযানকালে ৫টি স্টীলবডি নৌকা, ৫টি ছোট কাঠের নৌকার ৫টি ড্রেজার মেশিনের সাথে ৮৫০ ফুট বালু ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বিশম্ভপুরের ধন মিয়ার ছেলে রশিদ মিয়া (২৮), মৃত ময়না মিয়ার ছেলে আঃ শহিদ (৫২), মৃত আলতাফ আলীর ছেলে, সবুজ মিয়া (৩৮), আরব আলীর ছেলে আলী (৩৫), মৃত মতি মিয়ার ছেলে আব্দুল করিম (৩০), মনফর আলীর ছেলে মো. আব্দুল বাতেন (২৮), মোঃ ইসমাইল মিয়ার ছেলে মোঃ আসাদ মিয়া (২৮), মৃত লাল মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫), মোঃ আঙ্গুর মিয়ার ছেলে মোঃ জিয়াউর রহমান (২৭), মোঃ সুরত আলীর ছেলে ফাহিম আহমদ (২২), লোকমান হোসেনের ছেলে আশিকনুর (২৪), ওহিদ মিয়ার ছেলে সুমন মিয়া (১৮), মোঃ রইছ মিয়ার ছেলে মোঃ আল আমিন (২৫), দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের ইউনূস মিয়ার ছেলে আজিজুর রহমান (২২), সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুল জলিলের ছেলে মুমিন মিয়া (২৫), জামালগঞ্জ উপজেলার কনু মিয়ার ছেলে জুনু মিয়া (২৫), মুর্শেদ মিয়ার ছেলে আঃ নুর (২০), মৃত সফর আলীর ছেলে আমির আলী (২৫), মতি মিয়ার ছেলে রাকিব হোসেন (২২), মোঃ রহম আলীর ছেলে মেহেদী হাসান (২৫), মতিউর রহমানের ছেলে মহিতুর রহমান (২২), মোঃ আমিনের ছেলে মোঃ শাহিন আলম (২৩) ও আঃ গফুরের ছেলে মোঃ সাদির হোসেন (২২)
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদ জানান, আটককৃতদের মধ্যে সোনাপুর গ্রামের বাসিন্দা মৃত আলতাফ আলীর ছেলে সবুজ, আরব আলীর ছেলে জানফর ও মৃত ময়না মিয়ার ছেলে আব্দুল শহীদ বালু উত্তোলনকারীদের কাছ থেকে চাঁদা আদায় করে। বালু উত্তোলন করতে উৎসাহ দেয়। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।