বটেশ্বরে ভারতীয় চকলেটসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫, ১০:২১:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় চকলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকার ডেমরা থানার স্টাফ কোয়াটার্স রানী মহলের মো. তৈয়ব আলীর ছেলে নবী হোসেন (২০), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চরকোমর ভাঙা পুরাতন মোড়লবাড়ীর নবী হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩২) এবং একই গ্রামের তোফায়েল আহমদের ছেলে সাইফুল ইসলাম তাইজুল (৩০)।
রোববার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, বটেশ্বর এলাকায় একটি নীল রঙের মাইক্রোবাস আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করা হয়। জব্দকৃত চকলেটের মূল্য প্রায় ৯ লাখ ৯৯ হাজার টাকা। এই ঘটনায় আটক ৩ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।