সিলেটের পলাতক আসামী ঢাকায় আটক
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫, ১০:২১:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটে হত্যা চেষ্টা মামলার এক পলাতক আসামীকে আটক করেঝে র্যাব-৯। শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ঢাকার বংশাল থানাধীন নাজিমউদ্দিন রোডস্থ চানখারপুল চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৯ ও র্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল। রোববার এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ।
র্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার গোয়াইনঘাট থানার ছৈলাখেল ৮ম খন্ড গ্রামের ডাঃ আব্দুল কাদিরের ছেলে মোঃ হুমায়ুন আহম্মদ (৫২)। তার বিরুদ্ধে সাংবাদিক হত্যা চেষ্টা মামলা রয়েছে। আটকের পর তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।