খাদিমপাড়ায় জামায়াতের ইফতার সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৫, ১০:২৫:৪২ অপরাহ্ন
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, আত্মশুদ্ধির মাস রমজানে নিজেকে পরিশুদ্ধ করার শ্রেষ্ট সময়। পাশাপাশি এই মাসে নিজের পরিবার ও সমাজ পরিশুদ্ধ করার শপথ নিতে হবে। রমজান আমাদেরকে সবধরণের পাপাচার ও অন্যায় থেকে বিরত থাকার শিক্ষা দিয়ে তাকে। রমজান চলে যাবে কিন্তু এর শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই সমাজে শান্তি বিরাজ করবে। রমজানের শিক্ষায় জীবন পরিচালনার মধ্যে মানবতার মুক্তি ও প্রকৃত কল্যাণ নিহিত।
তিনি শনিবার সিলেট মহানগরীর শাহপরান থানাধিন খাদিমপাড়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা সোলাইমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহপরান থানা আমীর শামীম আহমদ, থানা সহকারী সেক্রেটারি মন্জুর রহমান, মাওলানা শাহ মাহমুদুল হক ও সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা সেলিম উদ্দিন, আব্দুল্লাহ সাদিক, মাওলানা আব্দুল ওয়াহিদ, নিজাম উদ্দিন, শাহ আলম, আব্দুল আহাদ, আমিনুর রহমান ও মিনহাজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি