জুড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৫, ৬:০৫:৫৩ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া এবং দেশের সমৃদ্ধি কামনায় কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজুর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার জুড়ী উপজেলা চত্বরে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন আহমদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মঈন উদ্দিন মইজন, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমএ মোহাইমিন শামীম, হাবিবুর রহমান আসকর, জামাল উদ্দিন, ফাতির আলী, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহিবুর রহমান ফারুক, সদস্য মুজিবুর রাজা চৌধুরী, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তোফায়েল আহমেদ তোয়েল প্রমুখ।
এছাড়াও ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।