তাহিরপুরে ছাত্রলীগ নেতা আটক
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৫, ৭:২৩:২৪ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মোঃ আউয়াল মিয়া (৩০)কে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের বাসিন্দা মোঃ রহিম মিয়ার ছেলে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার সকালে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে।