দুর্নীতি মুক্তকরণ ফোরামের প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৫, ৭:২৭:১১ অপরাহ্ন
প্যালেস্টাইনে ইসরাইল-আমেরিকার আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সোমবার সিলেট সিটি পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ২০২০-২৩ সাল থেকে শান্তিপ্রিয় বিশ্বকে অশান্ত সৃষ্টিকারী খুনি ও নব্য হিটলার নেতানিয়াহুর নেতৃত্বে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নর, নারী ও শিশু নিহত হয়েছেন। শান্তিচুক্তির পরও গাজায় গণহত্যা চলছে। গণহত্যা বন্ধে রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া ও সৌদি আরবের মতো বড় বড় রাষ্ট্রের ভূমিকা উল্লেখযোগ্য নয়। আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহু ও তার সামরিক প্রধানের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ উঠার পরও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোও শুধু নিন্দা জানিয়ে নীরব দর্শকের ভূমিকায় পরিণত।
ফোরামের কেন্দ্রীয় সদস্য ও পরিবহন শ্রমিকনেতা রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন ইকবাল হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ড. রমেন্দ্রনাথ ভট্টাচার্য, জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার্যম্যান জালাল আহমদ, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মামুন রশিদ অ্যাডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, ক্যাব’র সিলেট জেলা সেক্রেটারি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, ফোরামের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস¬¬¬, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীদুর রহমান জুনু, শহিদ আহমদ খান সাবের, ফোরামের কেন্দ্রীয় সদস্য মো. লায়েক মিয়া, সন্তোষ দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, যুবনেতা রাহেল বখত, কবি হেলাল খান, শিক্ষানবিশ আইনজীবী তামিমুর রহমান চৌধুরী, শাহজাহান আহমদ ও পিয়ার হোসেন প্রমুখ। সভা শেষে বিশ্ব সন্ত্রাসী ও বর্বর নেতানিয়াহুর কুশ¬পুত্তলিকা দাহ্ করা হয়। বিজ্ঞপ্তি