জামালগঞ্জে শিবিরের কোরআন বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৫, ৭:৩০:৩৮ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে সাধারণ ছাত্রদের কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি এম সহিবুর রহমান। ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারি মো: ওবায়দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের অর্থ ও অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো: সোহেল আলম, সাবেক সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সেক্রেটারী রাশেদুল হক জিসান ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিকুর রহমান জনি প্রমুখ।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস। কোরআন নাযিলের মাস। এই মাসেই রয়েছে মহিমান্বিত রজনী। ইসলামি ছাত্রশিবির চায় সুন্দর একটি রাষ্ট্র ও সমাজ গঠন। যে রাষ্ট্রে থাকবে মানুষে-মানুষে ভালোবাসা ও ভ্রাতৃত্ববন্ধন। ন্যায়ের পথে সদা অবিচল থেকে আমরা দেশ ও জনগণের কল্যাণে কোরআন-সুন্নাহ্র আলোকেই রাষ্ট্র মেরামতের কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোনআন শরিফ বিতরণ করা হয়।