দোয়ারায় জামায়াতের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৫, ৯:১৬:১৪ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি : দীর্ঘদিনের স্বৈরাচারী দুঃশাসনের পর দেশের মানুষ এখন শান্তি চায়, স্বস্তি চায়। তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। কারণ মানুষ জানে জামায়াতই পারবে দেশে শান্তিশৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করতে। রোববার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের লুভিয়া ও পূর্বসোনাপুর মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন’র কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ।
জামায়াতে ইসলামী ১নং ওয়ার্ড সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আব্দুল আলিম ও উমর ফারুক এর যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বনগাঁও মাদ্রাসার সুপার মাও সিরাজুল ইসলাম।