বৃত্তির নামে সক্রিয় প্রতারক চক্র
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৫, ৯:৩৯:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বৃত্তির নাম করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারকচক্রের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। গত ২২ মার্চ নগরীর রায়নগরে এরকমই একটি ঘটনার পাঁয়তারা করেছিল প্রতারক চক্র। তবে এখানে তারা সফল হতে পারেনি অভিভাবকদের সতর্কতার জন্য।
জানা যায়, গত ২২ মার্চ শনিবার দুপুর ১২টার পর নগরীর রায়নগর এলাকার নাসির আহমদের স্ত্রীর কাছে ০১৭৪৯-০৭৯৯৮২ নম্বর থেকে একটি কল আসে। ওপর প্রান্ত থেকে বলা হয় উনার মেয়ে ২০ হাজার টাকা বৃত্তি পেয়েছেন। টাকা নিতে দ্রুত ৪টি ব্যাংকের নাম বলে একাউন্ট নম্বর চাওয়া হয়। ব্যাংকগুলো ছিল ক্রাউন ব্যাংক, এনআরবি ব্যাংক, এবি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক।
নাসির আহমদের মেয়ে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ^বিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছেন। তাই তার আবার কিসের বৃত্তি এটা নিয়ে সন্দেহ হলে উনার বড়ো ভাই মেয়ের চাচা শামীম আহমদ ঐ নম্বরে কথা বলেন।
তিনি প্রতারক চক্রকে জানান এই ৪টি ব্যাংকে তাদের কোনো একাউন্ট নেই। তখন তারা এটিএম কার্ডের তথ্য জানতে চায়। এসময় শামীম আহমদের তাদের কথায় খটকা লাগে কারণ বৃত্তি সাধারণত স্কুল লেভেলে হয় তার ভাতিজি ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শেষ করে ফেলেছেন। তখন তিনি প্রতারক চক্রকে বলেন উনি জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর সাথে বিষয়টি বুঝে তাদের কলব্যাক করছেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং গালিগালাজ করে কল কেটে দেয়।