সুনামঞ্জে ঠিকাদার শহীদ আহমদের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৫, ৯:৩৯:৫৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামঞ্জের ঠিকাদার শহীদ আহমদ (৭০) ইন্তেকাল করেছেন। রোববার রাত ৮টা ১০ মিনিটে ষোলঘর নদীর পাড়ের অস্থায়ী বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বাদ জোহর কাজীর পয়েন্ট সংলগ্ন মোবারক মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘ দিন ধরে নানা ধরনের জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
পেশাগত জীবনে শহীদ আহমদ একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন। সুনামগঞ্জ পৌরসভাসহ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে তার অবদান রয়েছে। তার মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া বিরাজ করছে। সুনামগঞ্জ শহরের বিশিষ্টজনেরা শহীদ আহমদের মৃত্যুতে গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।